বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত সাম্প্রতিক তীব্র ভূমিকম্প এবং এতে সৃষ্ট হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রীয় ও জনসচেতনতামূলক জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নিয়ে কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, সম্প্রতি প্রায় ১৫ থেকে ২২ সেকেন্ড ধরে ঢাকাসহ সারাদেশে একটি তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল এবং এর কেন্দ্র ঢাকা শহরের খুব কাছাকাছি। ধারণা করা হচ্ছে, ঘোড়াশাল বা মাধবদীর নিকটবর্তী। কেন্দ্রস্থল নিকটবর্তী হওয়ায় ঢাকায় এটি অত্যন্ত তীব্রভাবে অনুভূত হয়, পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলেও কম্পন ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, গত কয়েক দিন ধরে আফগানিস্তান, পাকিস্তান ও পশ্চিমবঙ্গসহ আশপাশের অঞ্চলে নিয়মিত ভূমিকম্প হচ্ছে, যা বড় ধরনের ঝুঁকির ইঙ্গিত দেয়।
এই প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় রাষ্ট্রীয় এবং জনপর্যায়ে অবিলম্বে প্রস্তুতি গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, এখনই রাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া না হলে পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে তুরস্ক, ইরান বা আফগানিস্তানের ভূমিকম্পের মতো বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটতে পারে।
তিনি আরও বলেন, জিওলজিক্যাল সার্ভে, বিল্ডিং ডিজাইন ও প্ল্যানিং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে সরকারের দ্রুত কাজ শুরু করার এটাই সঠিক সময়। দেরি হলে বড় ক্ষতি হয়ে যেতে পারে।

