বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আরও ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করেন।
যেসব আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে সেগুলো হল, ঠাকুরগাঁও-২,আব্দুস সালাম; দিনাজপুর – ৫, এ কে এম কামরুজ্জামান; নওগাঁ-৫, জাহিদুল ইসলাম ধলু; নাটোর-৩, মোঃ আনোয়ারুল ইসলাম; সিরাজগঞ্জ-১, সেলিম রেজা; যশোর-৫, এম ইকবাল হোসেন; নড়াইল-২, মোঃ মনিরুল ইসলাম; খুলনা-১, আমির এজাজ খান; পটুয়াখালী- ২, মোঃ শহিদুল আলম তালুকদার; বরিশাল – ৩, জয়নুল আবেদীন; ঝালকাঠি – ১, রফিকুল ইসলাম জামাল; টাংগাইল-৫, সুলতান সালাউদ্দিন টুকু; ময়মনসিংহ-৪, মোঃ আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ; কিশোরগঞ্জ-১, মোহাম্মদ মাজহারুল ইসলাম; কিশোরগঞ্জ-৫, শেখ মজিবর রহমান ইকবাল; মানিকগঞ্জ-১, এস এ জিন্নাহ কবির; মুন্সীগঞ্জ-৩, মোঃ কামরুজ্জামান; ঢাকা-৭, হামিদুর রহমান; ঢাকা-৯, হাবিবুর রশিদ; ঢাকা-১০, শেখ রবিউল আলম; ঢাকা-১৮, এস এম জাহাঙ্গীর হোসেন; গাজীপুর-১, মোঃ মজিবুর রহমান; রাজবাড়ী – ২, মোঃ হারুন অর রশীদ; ফরিদপুর- ১, খন্দোকার নাসিরুল; ইসলাম; মাদারীপুর – ১, নাদিরা আক্তার; মাদারীপুর – ২, জাহান্দার আলী খান; সুনামগঞ্জ-৪, নুরুল ইসলাম; সিলেট-৪,আরিফুল হক চৈধুরী; হবিগঞ্জ-১, রেজা কিবরিয়া; কুমিল্লা – ২, মোঃ সেলিম ভূঁইয়া; চট্টগ্রাম-৩, মোস্তফা কামাল পাশা; চট্টগ্রাম-৬, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী; চট্টগ্রাম-৯, মোহাম্মদ আবু সুফিয়ানচট্টগ্রাম-১৫, নাজমুল মোস্তফা আমীন ও কক্সবাজার-২, আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ।

মাদারীপুরের শিবচরে বিএনপির কামাল জামানের পরিবর্তে নাদিরা আক্তারকে প্রার্থী করা হয়েছে। এর আগে অনিবার্য কারণ দেখিয়ে মাদারীপুর–১ আসনের প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে দলটি।

Leave A Reply

Exit mobile version