বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে পারলে দেশে দুর্নীতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

মঙ্গলবার সকালে সেগুনবাগিচাস্থ দুদক কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজন করা দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন তিনি। সেখানে বক্তব্যে তিনি বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এমনভাবে ছড়িয়ে পড়েছে যে, তা পুরোপুরি নির্মূল করা কঠিন।

তরুণদের এই লড়াইয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতিবাজ–চাঁদাবাজদের ভোটাররা যদি প্রত্যাখ্যান করেন, তাহলে দেশে দুর্নীতি বহুগুণে কমে আসবে।’

তিনি আরও বলেন, দুর্নীতিবাজদের যেন প্রতিদিনই উৎসব চলছে, কিন্তু দুর্নীতিবিরোধী কার্যক্রমের ক্ষেত্রে মাত্র একদিনের উদ্যোগ দিয়ে তাদের লাগাম টানা সম্ভব নয়। তাই সৎ, যোগ্য ও নীতিবান প্রার্থীদের নির্বাচিত করাই দুর্নীতি কমানোর সবচেয়ে কার্যকর উপায় বলেও মন্তব্য করেন তিনি।

Leave A Reply

Exit mobile version