সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের যেসব বেসরকারি স্কুল ও কলেজের অ্যাডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক (ডিসি) বা তাঁর প্রতিনিধিকে নিয়োগের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার (১৫ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এসংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে জারি করা এই পরিপত্রে বলা হয়েছে, এই নির্দেশনা ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ অন্যান্য শিক্ষা বোর্ড (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪’-এর অনুচ্ছেদ ৬৯ অনুযায়ী দেওয়া হয়েছে।

উপজেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভাপতির দায়িত্ব পালন করবেন। জেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জেলা প্রশাসক (ডিসি) অথবা তাঁর মনোনীত প্রতিনিধি সভাপতির দায়িত্ব পালন করবেন।

পরিপত্রে আরও বলা হয়, মহামান্য হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশন নং- ১৬৭৫৭/২০১৫ মামলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবিভাগ কর্তৃক গত ৮ সেপ্টেম্বর তারিখে জারীকৃত প্রবিধানমালা, ২০২৪ (সংশোধনীসহ) অনুযায়ী অ্যাডহক কমিটি ও নিয়মিত কমিটি গঠন সংক্রান্ত পূর্বের পরিপত্রটি তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। এই স্থগিতাদেশের কারণেই নতুন করে ইউএনও এবং ডিসিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের এই নির্দেশনা জারি করা হলো।

Leave A Reply

Exit mobile version