সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালের লাইভ শোতে বড়সড় দুর্ঘটনা। বৃহস্পতিবার সন্ধ্যায় ওড়িশার কটকে বালি যাত্রা গ্রাউন্ডে অনুষ্ঠান ছিল শ্রেয়ার। পছন্দের গায়িকার লাইভ কনসার্ট শোনার জন্য ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। হঠাৎই শো চলাকালীন ঘটে যায় অপ্রীতিকর ঘটনা।

দর্শকের ভিড়ের মাঝ থেকে হঠাৎ শুরু হয় গোলমাল। তা ধীরে ধীরে বাড়তে থাকে। অতিরিক্ত ভিড়ের চাপে তৈরি হয় ভয়াবহ পরিস্থিতি। পরিস্থিতি বিশৃঙ্খল হতে বেশি সময় নেয়নি। এরপর ধীরে ধীরে ধাক্কাধাক্কির জেরে পরিস্থিতি রীতিমতো হাতের বাইরে চলে যায়। ঘটনাস্থলে জ্ঞান হারান দু’জন শ্রোতা। তড়িঘড়ি তাঁদের চিকিৎসার জন্য পাঠান হয় হাসপাতালে। যদিও পুলিশ সূত্রে জানা যাচ্ছে, হতাহতের কোনও খবর এখনও নেই। উল্লেখ্য, এদিন শ্রেয়ার লাইভ কনসার্টের এই ঘটনা টেনে নিয়ে এসেছে অতীতে আল্লু অর্জুন বা সাম্প্রতিক কালে থালাপতি বিজয়ের অনুষ্ঠানের প্রসঙ্গ।

এদিন কটকের বালি যাত্রা গ্রাউন্ডে শ্রেয়ার অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলাটি ঘটে এক্কেবারে মঞ্চের সামনেই। ব্যারিকেড ভেঙে পছন্দের গায়িকার কাছাকাছি যাওয়ার সাধ সামাল দিতে পারননি দর্শক-শ্রোতা। জনসমুদ্রে এমন পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে পুলিশ। লাঠিচার্জও করা হয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশের দাবি, ভিড় এতটাই ছিল যে পরিস্থিতি খানিক নিয়ন্ত্রণের বাইরে গিয়েছিল। তবে তা সময়মতো সামাল দেওয়া গিয়েছিল।

Leave A Reply

Exit mobile version