বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় ছয়দিন বাড়ানো হয়েছে। সম্প্রতি অনলাইনে (জুম মিটিং) অনুষ্ঠিত চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেয় কোর কমিটি। বৃহস্পতিবার জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার কোর কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গুচ্ছ ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক জানান, আগের ঘোষণা অনুযায়ী, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ২৪ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারতেন। তবে পরবর্তীতে কোর কমিটির সভায় আবেদনের সময়সীমা আগামী ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়।

‎উল্লেখ্য, আগামী ২৭ মার্চ ‘সি’ ইউনিট (বাণিজ্য), ৩ এপ্রিল ‘বি’ ইউনিট (মানবিক) ও ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Leave A Reply

Exit mobile version