ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। সন্ধ্যা ৬টা ৬ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৭। এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। তবে ভূমিকম্পটি শক্তিতে ছিল অনেকটা দুর্বল। যদিও উৎপত্তিস্থল নিয়ে সকাল থেকে বিভ্রন্ত তৈরি হয়।
শুক্রবারের ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি হয়েছিল সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী উপজেলা। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন।

