বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

এটা খুব চ্যালেঞ্জিং। কারণ, মানুষ টাকা দিয়ে সাবস্ক্রাইব করে দেখেছেন। প্রথমটা যদি পছন্দ হয়ে যায়, তাহলে চ্যালেঞ্জ বেশি। কারণ, তার চেয়ে বেশি কিছু দিতে হবে। পরের বার সাবস্ক্রাইব করেছেন তাঁরা, যেন টাকাটা নষ্ট না হয়। আমি এবং অয়ন স্যার (চক্রবর্তী) এটাই বলছি, দর্শক যতটা ভেবেছিলেন আরও বেশিকিছু পাবেন।’ বলছেন অভিনেত্রী। দর্শকের একাংশের মতে, সেই তো পারিবারিক কেচ্ছা, খুন ইত্যাদি রয়েছে। যা সিরিয়ালে প্রায়ই দেখা যায়। সৌমিতৃষা বলছেন, ‘বিনোদনের জন্য তৈরি করা হচ্ছে, সেটা হল প্রাথমিক স্তর। সিনেমা, সিরিজ, সিরিয়াল, যা কিছু বানানো হচ্ছে অনেকটা টাকা জড়িয়ে থাকে। এবং প্রযোজক সেই গল্পই বানাবেন, যার রেভিনিউ ফেরত পাবেন। এটা তো ব্যবসা। এই ধরনের গল্প বিক্রি হয় অর্থাৎ মানুষ দেখে। অভিযোগ থাকবেই। সে বেশি ঠান্ডা পড়লেও, গরম পড়লেও। প্রযোজক দেখেন, বেশিরভাগ মানুষ কোনটা চাইছে। সেই জন্যই সেইখানে অর্থ লগ্নি করা।’
মিঠাই’, ‘প্রধান’-এর সাফল্যের পর সিরিজে তো দ্যাখা যাচ্ছে অভিনেত্রীকে, কোনও নতুন ফিল্মের খবর? ‘একটা তো ২০২৫ সালে মিস করলাম। আমার ব্যাক ইস্যু ছিল, কোমরে অসুবিধা হচ্ছিল। বেশিক্ষণ দাঁড়াতে পারতাম না, বসতেও পারতাম না। স্যাক্রোইলাইটিস বলে। সেই সমস্যার জন্য কাজটা করতে পারিনি তখন। অনেকটা সময় চিকিৎসায় গিয়েছে। এখন ঠিক আছি। এই মুহূর্তে বলব, যে কোনও মিডিয়ামেই ভালো কাজ নিয়ে ফিরতে চাই। দর্শককে যেন ভালো কিছু দিতে পারি, সংখ্যায় অল্প হলেও।’ প্রত্যয়ের সঙ্গে বললেন সৌমিতৃষা।

Leave A Reply

Exit mobile version