মধ্যরাতে অথবা কাল সকালে খালেদা জিয়াকে লন্ডন নেয়া হবে
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া
সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আজ মধ্যরাত বা কাল সকালের মধ্যেই উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা ও চিকিৎসা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, গতকাল ও আজকে মেডিকেল বোর্ডের সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক ও খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থার আলোকে সবকিছু ঠিক থাকলে কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে করে আজ মধ্যরাত বা কাল সকালের মধ্যে তাকে আমরা লন্ডনে নিয়ে যাব। সেখানে নির্ধারিত হাসপাতাল ঠিক করা হয়েছে, সেখানে চিকিৎসা নেবেন।
ডা. জাহিদ বলেন, লন্ডনে যাওয়ার পথে বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন। দেশের বাইরের দুইজন চিকিৎসকও থাকবেন। এর সাথেও মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে ‘অ্যারোনটিক্যাল বিশেষজ্ঞ’ চিকিৎসকরা থাকবেন। সব প্রস্তুতি শেষ করে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে লন্ডনে নেওয়া হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আজ দিবাগত রাতে কিংবা আগামীকাল শুক্রবার তাকে নিয়ে রওনা হবে এই এয়ার অ্যাম্বুলেন্সটি।
গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এর চার দিন পর ২৭ নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন তিনি। গত কয়েকদিন থেকেই এ অবস্থার তেমন কোন পরিবর্তন হয়নি।
শুরু থেকেই দেশি-বিদেশি চিকিৎসকরা যোগাযোগ রাখছিলেন মেডিকেল বোর্ডের সঙ্গে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার রাতে চীন থেকে দেশটির চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আসেন। রাতেই তারা খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে যোগ দেন।

