বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভবিষ্যৎ সাংবাদিকতায় পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ যেন না হয়। দল-মত নির্বিশেষে সবাই মিলে কাজ করলে যেকোনো জাতীয় সমস্যা সমাধান সম্ভব।
শনিবার দুপুরে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের স্বাধীনতা ও গত দেড় দশকের পরিস্থিতির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, আমরা ৫ আগস্টের আগের সেই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আর ফিরে যেতে চাই না। সেই সময়ে ফিরে যাওয়ার কোনো কারণ নেই।

তিনি আরও যোগ করেন, গত ১৬ বছরে সাংবাদিকদের ওপর যে অমানবিক নির্যাতন চালানো হয়েছে, তা আমার জানা আছে। এমনকি আমার দলের নেতাকর্মী এবং আমার মা-ও চরম নির্যাতনের শিকার হওয়ার বড় উদাহরণ।

অনুষ্ঠানে সমসাময়িক পরিবেশ দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের নদীগুলো ভয়াবহ দূষণের শিকার হচ্ছে। এ বিষয়ে আমাদের জাতীয় সংসদ এবং বিভিন্ন সেমিনারে আরও জোরালো আলোচনা হওয়া উচিত।

নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা প্রসঙ্গে তিনি বলেন, তরুণ প্রজন্ম দেশের সমৃদ্ধি নিয়ে অত্যন্ত আশাবাদী। তাদের সব প্রত্যাশা হয়তো তাৎক্ষণিকভাবে পূরণ করা সম্ভব নয়, তবে আমরা সবাই মিলে এক হয়ে কাজ করলে জাতিকে অবশ্যই সঠিক ও সমৃদ্ধ পথে পরিচালিত করা সম্ভব হবে।

Leave A Reply

Exit mobile version