বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

২০২৫ সালে ইন্টারনেটে কাদের নামেই ছিল সবচেয়ে বেশি কৌতূহল? প্রকাশ্যে শীর্ষ সার্চ তালিকা
২০২৫ সালে বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীদের আগ্রহের কেন্দ্রে ছিলেন রাজনীতি, প্রযুক্তি, বিনোদন ও ক্রীড়াজগতের প্রভাবশালী ব্যক্তিত্বরা। অনলাইন সার্চ ট্রেন্ড বিশ্লেষণে স্পষ্ট হয়ে উঠেছে, বৈশ্বিক আলোচনার গতিপথ নির্ধারণে এখনো বড় ভূমিকা রাখছেন ক্ষমতা, প্রযুক্তি ও জনপ্রিয় সংস্কৃতির তারকারা।
প্লেয়ার্স টাইমের অনলাইন ডাটা বিশ্লেষণ অনুযায়ী, চলতি বছরে সবচেয়ে বেশি সার্চ হওয়া ব্যক্তির তালিকার শীর্ষে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতি মাসে গড়ে প্রায় ১ কোটি ৬০ লাখ বার গুগলে তার নাম খোঁজা হয়েছে। রাজনৈতিক বক্তব্য, নির্বাচন ঘিরে বিতর্ক ও আন্তর্জাতিক প্রভাবই তাকে সার্চ তালিকার শীর্ষে রেখেছে।
তালিকার দ্বিতীয় স্থানে আছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। বৈদ্যুতিক গাড়ি, মহাকাশ গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সকে ঘিরে তার নানা কর্মকাণ্ড মাসিক প্রায় ১ কোটি ১০ লাখ সার্চ তৈরি করেছে। এই দুই ব্যক্তির অবস্থানই দেখাচ্ছে, বৈশ্বিক রাজনীতি ও প্রযুক্তি অঙ্গনে যুক্তরাষ্ট্রের প্রভাব এখনো কতটা শক্তিশালী।
২০২৫ সালের সার্চ তালিকায় বিশেষভাবে চোখে পড়েছে সংগীতশিল্পীদের দাপট। শীর্ষ ১০ জনের মধ্যে অর্ধেকই সংগীত জগতের তারকা। টেলর সুইফট, সাবরিনা কার্পেন্টারের মতো সমসাময়িক শিল্পীদের পাশাপাশি প্রয়াত র‌্যাপার এক্সএক্সএক্সটেনটাসিওনও তালিকায় স্থান পেয়েছেন। স্ট্রিমিং প্ল্যাটফর্মের বিস্তার ও বিশ্বব্যাপী ফ্যানবেজ সংগীতশিল্পীদের জনপ্রিয়তা ধরে রাখতে বড় ভূমিকা রেখেছে।

চলচ্চিত্র ও টেলিভিশন তারকারাও সার্চ তালিকায় শক্ত অবস্থান তৈরি করেছেন। আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মের কারণে বিভিন্ন দেশের অভিনেতা-অভিনেত্রীরা বৈশ্বিক দর্শকের নজরে আসছেন, যার প্রভাব সরাসরি অনলাইন সার্চ প্রবণতায় প্রতিফলিত হয়েছে।
ক্রীড়াঙ্গনে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন পরিচিত তারকারাই। ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো আবারও বিশ্বের সবচেয়ে বেশি সার্চ হওয়া ক্রীড়াবিদদের একজন। পাশাপাশি নতুন চমক হিসেবে আলোচনায় এসেছেন স্পেনের তরুণ ফুটবলার লামিন ইয়ামাল, যিনি অল্প সময়েই বিশ্বজুড়ে কৌতূহলের কেন্দ্রে উঠে এসেছেন।
এছাড়া ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস এবং বিভিন্ন আলোচিত অপরাধমূলক ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও সার্চ বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। বিশ্লেষণে দেখা যায়, দীর্ঘমেয়াদি জনপ্রিয়তার চেয়ে হঠাৎ ঘটে যাওয়া বড় ঘটনা, বিতর্ক বা ব্রেকিং নিউজই অনলাইন সার্চ হঠাৎ বাড়িয়ে দেয় বেশি।
ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে দেখা গেছে, সবচেয়ে বেশি সার্চ হওয়া ১০০ ব্যক্তির মধ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্য স্পষ্ট। শীর্ষ ১০ জনের মধ্যে ছয়জনই আমেরিকান। তবে দেশভেদে আগ্রহের ধরন ভিন্ন ছিল। স্পেনে টেনিস খেলোয়াড়, ব্রাজিলে ফুটবলার, আর জার্মানি ও দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক নেতারাই সবচেয়ে বেশি সার্চ হয়েছেন।
সব মিলিয়ে ২০২৫ সালের সার্চ ট্রেন্ড বলছে, বিশ্বজুড়ে মানুষের কৌতূহল এখনো ঘোরে ক্ষমতা, প্রযুক্তি, বিনোদন ও খেলাধুলাকে কেন্দ্র করেই।

Leave A Reply

Exit mobile version