বিশ্বজুড়ে নগরায়ণের সঙ্গে সঙ্গে বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনকভাবে বাড়ছে। দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের চাপে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মাঝেমধ্যে বায়ুমানের কিছুটা উন্নতি দেখা গেলেও সাম্প্রতিক সময়ে আবারও শহরটির বাতাসে দূষণের প্রবণতা বাড়ছে।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, একিউআই স্কোর ১৫৭ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দশম অবস্থানে রয়েছে ঢাকা। এই মাত্রার বায়ুমানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়।
এ ছাড়া একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে সেটিকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এই পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের বাইরে চলাচল সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। অন্যদিকে, স্কোর ৩০১ থেকে ৪০০ ছাড়ালে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়, যা নগরবাসীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।

