সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জনপ্রিয় ও দীর্ঘদিন ধরে চলা বাংলার ধারাবাহিকের শুটিংয়ে দুর্ঘটনা! রক্তাক্ত ধারাবাহিকের অন্যতম নায়িকা তথা ছোটপর্দার পরিচিত মুখ তিয়াসা লেপচা। তাঁর হাঁটুতে আঘাত লেগেছে বলে জানা যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে তিয়াসাকে ইঞ্জেকশন নিতে হয়। আপাতত তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল বলে জানিয়েছেন নায়িকা নিজে। এর জন্য শুটিংয়ে তেমন প্রভাব পড়েনি বলেই খবর। তবে এই ঘটনার পর প্রোডাকশন ইউনিটের তরফে আরও সতর্কতার সঙ্গে কাজ হচ্ছে।

এই মুহূর্তে ‘স্টার জলসা’র পুরনো ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’য় অভিনয় করছেন তিয়াসা লেপচা। ধারাবাহিকের তাঁর চরিত্রের নাম পরমা। তাঁর বিপরীতে রয়েছেন অভিনেতা রাহুল মজুমদার। এই ধারাবাহিকের শুটিং চলাকালীন ঘটে বিপত্তি। তিয়াসা জানাচ্ছেন, ফুলদানি ছোড়ার একটি দৃশ্যের শুট চলছিল। আগে তাঁকে প্রোডিউসার সব বুঝিয়ে দিয়েছিলেন। কিন্তু ভারী ফুলদানি ছুঁড়তে গিয়ে তা তাঁর হাত থেকে পড়ে হাঁটুতে লাগে। কেটে যায় বেশ খানিকটা। গলগল করে রক্ত বেরতে থাকে। তিয়াসা আতঙ্কিত হয়ে পড়েন। তবে সঙ্গে সঙ্গেই তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। ইঞ্জেকশন দিতে ‘অনুরাগের ছোঁয়া’র নায়িকাকে।

Leave A Reply

Exit mobile version