গতবছর ৭ নভেম্বর ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের কোল আলো করে আসে পুত্র সন্তান। এবার সামনে এল বলি দম্পতির ছেলের নাম। বিহান কৌশল। বুধবার এক ইনস্টাগ্রাম পোস্টে সন্তানের নাম জানিয়েছেন ভিকি ও ক্যাটরিনা। ছবিতে বাবা-মায়ের হাতের মধ্যে রয়েছে খুদের নরম হাত। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ছবি। লাইক-কমেন্টে ভরিয়ে দিয়েছেন ভক্তরা। তবে এই নামের নেপথ্যে রয়েছে একটি গল্প। ভিকির কেরিয়ারের মাইলস্টোন ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’। ছবিটিতে মেজর বিহান সিং শেরগিলের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। জিতেছিলেন জাতীয় পুরস্কারও। জানা গিয়েছে, সেই চরিত্রের নামেই ছেলের নাম রেখেছেন ভিকি ও ক্যাটরিনা।

