সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনকে ১০০টি ফরাসি রাফাল এফ-৪ যুদ্ধবিমান এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেবে ফ্রান্স। প্যারিসের কাছে একটি বিমানঘাঁটিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সমঝোতা স্মারকে সই করার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে আখ্যা দেন।

রাফাল যুদ্ধবিমানগুলোর সরবরাহ ২০৩৫ সালের মধ্যে সম্পন্ন হবে। এ ছাড়া বাধা-প্রতিরোধী (ইন্টারসেপ্টর) ড্রোনের যৌথ উৎপাদন এ বছরই শুরু হচ্ছে।
আর্থিক খরচ এখনও নির্ধারিত হয়নি, তবে ধারণা করা হচ্ছে—ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন আনতে চাইবে এবং রাশিয়ার জব্দ হওয়া সম্পদ ব্যবহারের চেষ্টা করবে, যা ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্য দেশের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে।

জেলেনস্কি বলেন, এটি একটি কৌশলগত সমঝোতা, যা আগামী বছর থেকে পরবর্তী ১০ বছর কার্যকর থাকবে।

তিনি আরও জানান, ইউক্রেন ‘অত্যন্ত শক্তিশালী ফরাসি রাডার’, আটটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য উন্নত অস্ত্রও পাবে।

জেলেনস্কি জোর দিয়ে বলেন, এসব উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার মানে ‘কোনো মানুষের জীবন রক্ষা করা… যা অত্যন্ত গুরুত্বপূর্ণ’।

গত কয়েক মাসে রাশিয়া ইউক্রেনের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। বিদ্যুৎ স্থাপনাগুলো ও রেল অবকাঠামো টার্গেট হওয়ায় দেশজুড়ে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।
এসব হামলায় বহু বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যা কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করে। সর্বশেষ রাতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর বালাকলিয়ায় তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
সমঝোতা স্বাক্ষরের সময় জেলেনস্কির পাশে দাঁড়িয়ে ম্যাক্রোঁ বলেন, আমরা রাফাল দিতে যাচ্ছি, ১০০টি রাফাল—এটা বিশাল। ইউক্রেনের সামরিক শক্তি পুনর্গঠনে এটা প্রয়োজন।

ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, তিনি ইউক্রেনকে ‘আগামীতে যা-ই আসুক, তার জন্য প্রস্তুত হতে’ সহায়তা করতে চান।

Leave A Reply

Exit mobile version