বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আইনের দৃষ্টিতে সবাই সমান—অপরাধে জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অতীতের বিতর্কিত নির্বাচনের বদনাম দূর করাই নির্বাচন কমিশনের লক্ষ্য।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন সিইসি।
আইনের কঠোর প্রয়োগের বিষয়ে পুনরায় জোর দিয়ে সিইসি বলেন, আইনের চোখে সবাই সমান এবং অপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই জনগণের আস্থা পুনরুদ্ধার সম্ভব।

সিইসি আশা প্রকাশ করেন, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা অটুট রাখবেন।

Leave A Reply

Exit mobile version