ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের নির্ধারিত সময় আজ শেষ হচ্ছে।
রবিবার দিনভর দেশের বিভিন্ন জেলা ও নির্বাচনী এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, সারাদেশে এ পর্যন্ত প্রায় তিন হাজার প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় প্রার্থীদের সঙ্গে তাদের প্রস্তাবক ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।
মনোনয়ন দাখিলকালে প্রার্থীরা সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ও অঙ্গীকার ব্যক্ত করেন।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। এরপরই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। কোনো নির্বাচনী আসনে একই রাজনৈতিক দলের একাধিক প্রার্থী মনোনয়ন দিলে নির্ধারিত সময়ের মধ্যে একজনকে চূড়ান্ত করতে হবে।

