বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন।
শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের কোটি কোটি মানুষের প্রিয় মানুষ; যিনি দীর্ঘ ১৮ বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন, বিগত প্রায় একযুগ ধরে গণতান্ত্রিক আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন; ২৫ ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছাবেন।’
তিনি বলেন, ‘তার এই আগমনকে শুধু স্বাগত নয় আনন্দের সঙ্গে আমরা সমগ্র জাতিকে জানাচ্ছি।’
বৈঠকে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ছাড়াও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

