বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

খবর আগেই ছিল যে, শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। জল্পনা সত্যি করে অবশেষে বাড়ি ফিরলেন গায়ক। হাসপাতাল সূত্রে খবর, হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর নচিকেতা এখন অনেকটাই সুস্থ রয়েছেন। আপাতত দিন কয়েক পুরোপুরি বিশ্রামে থাকার পাশাপাশি তাঁকে ভালো করে খাওয়াদাওয়া করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
জানা গিয়েছে, হাসপাতাল থেকে বেরনোর আগে চিকিৎসকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারেন ‘ও ডাক্তার’ গায়ক। শুধু তাই নয়, হাসিমুখে সকলের সঙ্গে ক্যামেরার সামেন পোজও দিয়েছেন নচিকেতা। প্রসঙ্গত, দিন কয়েক আগেই আচমকা বুকে ব্যথা নিয়ে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন নচিকেতা চক্রবর্তী। পরীক্ষা করে জানা যায়, গায়কের হার্টে ব্লকেজ রয়েছে। সেইমতো শনিবার দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং স্টেন্ট বসানো হয় গায়কের হৃদযন্ত্রে। খবর পেয়েই গত মঙ্গলবার কোচবিহার থেকে ফিরে নচিকেতাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে নচিকেতাকন্যা জানান, গায়ক চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন। তাঁর শারীরিক পরিস্থিতিও স্থিতিশীল। এবার শুক্রবার হাসপাতাল থেকে ছুটি পেয়ে দেড় সপ্তাহ বাদে বাড়ি ফিরলেন নচিকেতা চক্রবর্তী।

এদিকে গায়কের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়েছিল অনুরাগীমহল। এবার স্বস্তি। কারণ চিকিৎসকরা জানিয়েছেন, ‘আগুনপাখি’কে নিয়ে দুশ্চিন্তার আর কোনও কারণ নেই। এখন শুধু সময়মতো খাওয়াদাওয়া আর বিশ্রাম করলেই পুরোপুরি সেরে উঠবেন তিনি। স্বাভাবিকভাবেই গায়কের মঞ্চে ফেরা নিয়ে কৌতূহলী ছিলেন অনেকে। তবে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, পরামর্শ মতো যথাযথ বিশ্রাম আর ডায়েট চার্ট মেনে চললে খুব শিগগিরিই মঞ্চে ফিরতে পারবেন নচিকেতা। সব ঠিক থাকলে সেটা আগামী সপ্তাহও হতে পারে।

Leave A Reply

Exit mobile version