সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বলিউড সুপারস্টার শাহরুখ খানের নামে একটি বিলাসবহুল হোটেল তৈরি করেছে দুবাইয়ের রিয়েল এস্টেট সংস্থা ‘দানুবে’। ৫৬ তলার সেই বহুতল ভবনের সামনে শাহরুখের মূর্তি। দুই বাহু ছড়িয়ে সেই আইকনিক পোজ। নাম শাহরুখজ দানুবে।

গত শুক্রবার বিলাসবহুল এই হোটেলের মুম্বাইয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কিং খান নিজে। নিজের নামে এমন মূর্তি দেখে আপ্লুত অভিনেতা। ‘দানুবে’র প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান রিজওয়া সজনের সঙ্গে দুই বাহু ছড়িয়ে আইকনিক পোজও দেন তিনি।

এসময় শাহরুখ বলেন, আমার জীবনে অনেক কিছু রয়েছে। সিনেমা ছাড়া আর কিছুতেই আমার নাম দেখা যায়নি। আমার পেশা এবং সাধনার অঙ্গ হচ্ছে ছবি। সেখানে এরকম কিছু আমার জন্য সত্যি অনেক বড় উপহার।

এরপর শাহরুখ আরও বলেন, আমি কখনো এভাবে নিজেকে পেতাম না। রিজওয়ান ভাই আমাকে তার অসুস্থ স্ত্রীর কথা বলেছিলেন। আমি চাই তিনি দ্রুত সুস্থ হোন। এটা আমার হৃদয় ছুঁয়ে যায়। বহু মানুষ এই শহরে বাড়ি তৈরির স্বপ্ন দেখেন। তাদের স্বপ্নের পথে আমি একজন হতে পারলে ক্ষতি কীসের।
আগামী তিন-চার বছরের মধ্যে বহুতল ভবনটির কাজ শেষ হবে বলে জানা গেছে। ভবনটির প্রবেশ পথে থাকবে শাহরুখের মূর্তি। টাওয়ারের প্রবেশদ্বারে থাকবে শাহরুখ খানের স্বাক্ষরযুক্ত ভাস্কর্য। যেখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন অনুরাগীরা।

Leave A Reply

Exit mobile version