সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

টি–টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডার বলতে যে নামগুলো সবার আগে আসে হার্দিক পান্ডিয়া, সাকিব আল হাসান, সিকান্দার রাজা, আন্দ্রে রাসেল কিংবা গ্লেন ম্যাক্সওয়েল। তাদেরই ছাপিয়ে গেলেন এক ক্রিকেটার। সেই কীর্তি যাদের কেউ পারেননি, সেটাই করে দেখালেন মালয়েশিয়ার তরুণ তারকা ভিরানদীপ সিং।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরল এক ডাবলের রেকর্ড গড়লেন মালয়েশিয়ার এই অলরাউন্ডার। ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিনি ছুঁলেন ৩ হাজার রান ও ১০০ উইকেটের মাইলফলক
মিনি এসইএ ক্রিকেট টুর্নামেন্টে বাহরাইনের বিপক্ষে বাঁহাতি অর্থোডক্স স্পিনে ৩ উইকেট নিয়ে একশ উইকেট পূর্ণ করেন ভিরানদীপ। তার দারুণ অলরাউন্ড নৈপুণ্যে মালয়েশিয়া ম্যাচটি জিতে নেয় ৪ উইকেটে। ব্যাট হাতে ভিরানদীপ করেন ২৩ রান।

চলতি বছরের জুলাইয়েই ভিরানদীপ পা রেখেছিলেন তিন হাজার রানের ক্লাবে। বাহরাইনের বিপক্ষে ম্যাচ শুরুর আগে তার উইকেট সংখ্যা ছিল ৯৯। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে তার সংগ্রহ ৩,১০৬ রান ও ১০২ উইকেট।

সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় তিনি আছেন ১১ নম্বরে, আর ১০০ উইকেটের ক্লাবে জায়গা পাওয়া ক্রিকেটারদের মধ্যে তিনি ৩০তম। মালয়েশিয়ার হয়ে ইতোমধ্যে ১০৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৬ বছর বয়সী এই তারকা। একটি সেঞ্চুরিও রয়েছে তার ঝুলিতে। দেশের হয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মোট ২২ বার, যা মালয়েশিয়ার ক্রিকেটে সর্বোচ্চ।

Leave A Reply

Exit mobile version