ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরে পানিবাহিত সংক্রমণজনিত ডায়রিয়ার প্রাদুর্ভাবে অন্তত ৯ জনের মৃত্যু এবং ২০০ জনের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয় আইনপ্রণেতা ও স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
আইনপ্রণেতা কৈলাশ বিজয়ভার্গীয়ার মতে, মধ্যপ্রদেশের এ শহরে অন্তত ৯ জন মারা গেছেন। ইন্দোরের প্রধান চিকিৎসা কর্মকর্তা মাধব প্রসাদ হাসানী রয়টার্সকে মুঠোফোনে জান
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ইন্দোরে চিকিৎসাধীন এক ব্যক্তির স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন। ছবি: এএনআই
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ইন্দোরে চিকিৎসাধীন এক ব্যক্তির স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন। ছবি: এএনআই
ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরে পানিবাহিত সংক্রমণজনিত ডায়রিয়ার প্রাদুর্ভাবে অন্তত ৯ জনের মৃত্যু এবং ২০০ জনের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয় আইনপ্রণেতা ও স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
আইনপ্রণেতা কৈলাশ বিজয়ভার্গীয়ার মতে, মধ্যপ্রদেশের এ শহরে অন্তত ৯ জন মারা গেছেন। ইন্দোরের প্রধান চিকিৎসা কর্মকর্তা মাধব প্রসাদ হাসানী রয়টার্সকে মুঠোফোনে জানিয়েছেন, শহরের ভাগীরথপুর এলাকায় খাবার পানির পাইপলাইনে লিকেজ থাকায় এ দূষণ ঘটেছে, এবং পানির দূষণ পরীক্ষায় পাইপলাইনে ব্যাকটেরিয়ার উপস্থিতি নিশ্চিত হয়েছে।
হাসানী বলেছেন, মৃতের সংখ্যা নিয়ে এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না, তবে একই এলাকার ২০০ জনের বেশি মানুষ শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা আক্রান্ত এলাকার পানির নমুনার চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছি।
জেলার প্রশাসনিক কর্মকর্তা শ্রাবণ ভার্মা জানিয়েছেন, ইন্দোর শহর কর্তৃপক্ষ একদল চিকিৎসক নিয়োগ দিয়েছে, যারা বাড়ি বাড়ি গিয়ে পানি বিশুদ্ধিকরণের জন্য ক্লোরিন ট্যাবলেট বিলি করার কাজটি চালিয়ে যাচ্ছে। ভার্মা বলেন, আমরা পানি পরিবহন লাইনে একটি লিকেজ পয়েন্ট শনাক্ত করেছি যা পানিকে দূষিত করতে পারে, তা ইতোমধ্যে মেরামত করা হয়েছে।
তিনি আরও জানান, কর্মকর্তারা ৮ হাজার ৫৭১ জনকে পরীক্ষা করেছেন এবং ৩৩৮ জনকে হালকা উপসর্গসহ শনাক্ত করেছেন।
মধ্যপ্রদেশের ইন্দোর শহরকে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এটি গত আট বছর ধরে জাতীয় পরিচ্ছন্নতা র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে।

