বিমানবন্দরে প্রবল হেনস্তার শিকার হলেন অভিনেতা থলপতি বিজয়। দক্ষিণী সুপারস্টার তথা রাজনীতিককে একঝলক দেখতে ভিড় জমান অসংখ্য ভক্ত। ভিড়ের চাপে একটা সময়ে পড়েও যান তিনি। কোনওমতে বিজয়কে তুলে ধরে গাড়িতে উঠিয়ে দেন নিরাপত্তারক্ষীরা। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।
গত শনিবার মালয়েশিয়ায় নিজের ছবি জন নয়াগনের অডিও লঞ্চ করেন বিজয়। অন্তত ১ লক্ষ মানুষের ভিড় হয়েছিল এই অডিও লঞ্চ উপলক্ষে। মালয়েশিয়ার ইতিহাসে কোনও ছবির অডিও লঞ্চে এত ভিড় হয়নি। অডিও লঞ্চ সেরে রবিবার রাতে ভারতে ফেরেন বিজয়। চেন্নাই বিমানবন্দরে থলপতি নামতেই কার্যত বাঁধনছাড়া হয়ে ওঠে বিজয়ের ভক্তকুল। তারকা যখন বেরচ্ছেন, তখন তাঁকে একঝলক দেখার জন্য কার্যত পদপিষ্ট পরিস্থিতি তৈরি হয়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিজয়ের গাড়ি ঘিরে ভিড় জমিয়েছেন ভক্তরা। বিমানবন্দর থেকে বেরনোর পথেও অপেক্ষা করছিলেন অনেকে। বিজয় বেরতেই বাঁধনছাড়া হয়ে ওঠেন সকলে। ক্যামেরা নিয়ে ছবি-ভিডিও তুলতে যান। একেবারে বিজয়কে ঘিরে ফেলে ভক্তদের ভিড়। এতটাই চাপ পড়ে যে একটা সময়ে টাল সামলাতে না পেরে পড়ে যান বিজয়। তবে খুব একটা আঘাত পাননি তিনি। কোনওমতে ভিড়ের চাপ থেকে উদ্ধার করে নিরাপত্তারক্ষীরা বিজয়কে গাড়িতে তুলে দেন। তবে পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে চলে আসে।
উল্লেখ্য, চলতি বছরেই বিজয়ের সভায় পদপিষ্টের ঘটনায় হইচই পড়ে গিয়েছিল দেশজুড়ে। তামিলনাড়ুর কারুরে টিভিকে প্রধান বিজয়ের সমাবেশের ১০ হাজার মানুষ আসতে পারেন বলে অনুমান করেছিল কর্তৃপক্ষ। তবে বাস্তবে দেখা যায়, সেখানে ২৭ হাজারের বেশি মানুষ ভিড় জমিয়েছেন। ভিড়ের চাপে অজ্ঞান হয়ে পড়েন বহু মানুষ। এই ঘটনায় মৃত্যু হয় ৪০ জনের, আহত হন আরও শতাধিক।

