বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চকর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে ৩-২ গোলে হারিয়েছে মিসর। তাতে আবারও গোলের দেখা পেয়েছেন মোহাম্মদ সালাহ। আগামী বুধবার তানজিয়ারে সেমিফাইনালে সেনেগালের মুখোমুখি হবে মিসর। ২০২১ সালের ফাইনালে এই সেনেগালের কাছেই শিরোপা হারাতে হয়েছিল সালাহদের।

ম্যাচের চতুর্থ মিনিটে ওমর মারমুশের গোলে এগিয়ে যায় মিসর। শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় উত্তর আফ্রিকার দলটি।

তার পরও আইভরি কোস্ট সহজে হার মানেনি। লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে তারা ম্যাচে থাকার চেষ্টা করেছে। তার পরও আধা ঘণ্টা পার হওয়ার পর রামি রাবিয়ার হেডে মিসরের ব্যবধান দাঁড়ায় ২-০।

বিরতির ঠিক আগে আহমেদ ফাতুহের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরার আশা জাগে আইভরি কোস্টের। কিন্তু খুব দ্রুত সেটার সম্ভাবনারও ইতি ঘটান সালাহ। গোল করে আবারও মিসরকে দুই গোলের লিড এনে দেন সাতবারের চ্যাম্পিয়নদের।

ম্যাচের ৭৩ মিনিটে গুইলা দুয়ের ব্যাকহিল শটে আইভরি কোস্ট ব্যবধান কমালে শেষ দিকে জমে ওঠে লড়াই। কিন্তু এবার আর রূপকথার প্রত্যাবর্তন লেখা হয়নি দলটির।
অপর কোয়ার্টার ফাইনালে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে নাম লিখিয়েছে নাইজেরিয়া। সেমিতে তাদের প্রতিপক্ষ স্বাগতিক মরক্কো।

Leave A Reply

Exit mobile version