বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকার বাইরে তার প্রথম সফর শুরু করতে যাচ্ছেন। আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়া সফর করবেন বলে দলের একাধিক সূত্র আজ রোববার নিশ্চিত করেছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতা তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতোমধ্যে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান।

মনোনয়নপত্র বৈধ ঘোষণা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, “তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি। তাই তার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।”

দলীয় সূত্রে জানা গেছে, এই সফরের মাধ্যমে তারেক রহমান তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিকতা শুরু করবেন। তার আগমনকে কেন্দ্র করে বগুড়ায় দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

Leave A Reply

Exit mobile version