সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ওয়াশিংটনে এক মার্কিন নাগরিকের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে শঙ্কার মেঘ। জানা গিয়েছে, H5N5 ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন তিনি। যে স্ট্রেন তাঁর শরীরে মিলেছে তা এর আগে কখনও কোনও মানুষের শরীরে দেখা যায়নি। স্বাভাবিক ভাবেই বাড়তি নজর রয়েছে সেদিকে। সিএনএনের রিপোর্ট অনুযায়ী, এর থেকে সামগ্রিক ভাবে জনস্বাস্থ্যের বড়সড় ক্ষতির আশঙ্কা নেই। কিন্তু এরই পাশাপাশি একেবারে নিশ্চিন্ত হওয়ার মতো কিছু দেখছেন না ড. রিচার্ড ওয়েবির মতো গবেষক। তিনি জানিয়েছেন, এই ভাইরাসটির মধ্যে মহামারীর ‘বীজ’ থাকতে পারে।

তাঁকে বলতে শোনা গিয়েছে, ”এটা ঠিক কতটা সম্ভব তা নিয়ে তর্ক করতেই পারি আমরা। কিন্তু আসলটা কেউ জানে না। দুর্ভাগ্যবশত, কেবল সময়ই এর উত্তর দেবে।” জানা যাচ্ছে, গত জানুয়ারিতে হওয়া এক মৃত্যু-সহ সব মিলিয়ে বর্তমানে ৭০ জন বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছেন আমেরিকাতে। এর মধ্যে আলাদা করে নজর কাড়ছে সাম্প্রতিক মৃত্যুটি। তবে জানা গিয়েছে নিহত ব্যক্তিটির অন্যান্য শারীরিক সমস্যাও ছিল। এবং তিনি কিছুদিন আগেই সেজন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

Leave A Reply

Exit mobile version