সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

লা লিগায় টানা তৃতীয় ম্যাচে পয়েন্ট খোয়ালো রিয়াল মাদ্রিদ। রবিবার জিরোনার সঙ্গে ১–১ ড্র করে হারিয়েছে তারা। বার্সেলোনা আলাভেসকে হারিয়ে আগেই তালিকার শীর্ষে উঠেছিল; রিয়ালের ড্রয়ে দুই দলের ব্যবধান এখন এক পয়েন্ট। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই জিরোনাকে এগিয়ে দেন আজেদ্দিন উনাহি। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে ম্যাচে ফেরান কিলিয়ান এমবাপে।

ড্রয়ের ফলে আবারও চাপ বেড়েছে রিয়াল কোচ জাবি আলোনসোর ওপর। সম্প্রতি তার ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। তবে আলোনসো সংবাদ সম্মেলনে বললেন, “আমরা এখনও শীর্ষের লড়াইয়ে আছি। লিগ অনেক লম্বা, সবকিছুই খুব কাছাকাছি। ছেলেদের প্রতিক্রিয়া ভালো লেগেছে। জিততে পারিনি, কিন্তু খুব কাছে ছিলাম।”

আগামী বুধবার টানা চতুর্থ অ্যাওয়ে ম্যাচে তারা নামবে অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে। স্প্যানিশ সুপার কাপের সূচির কারণে ম্যাচটি এগিয়ে আনা হয়েছে।

ইনজুরি কাটিয়ে দুই সেন্টারব্যাক এদার মিলিতাও ও আন্তোনিও রুডিগারকে প্রথম একাদশে ফেরান আলোনসো। সামনের লাইনে শুরু করেন এমবাপে–ভিনিসিয়ুস। এমবাপে সপ্তাহের মাঝামাঝি অলিম্পিয়াকোসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে করেছিলেন চার গোল। ম্যাচের শুরুতে এমবাপে ও আরদা গুলারের শট লক্ষ্যভ্রষ্ট হয়। দুদলের লড়াই ছিল ছন্দহীন ও বেশ খণ্ডখণ্ড, তবে মাঠ ছিল দর্শকে ভরা ও কোলাহলমুখর।

রিয়ালের একটি ভুল পাসে জিরোনার ভ্লাদিস্লাভ ভানাত ভালো সুযোগ পেলেও সময়মতো শট নিতে পারেননি। উল্টো ২৫ মিনিটে মিলিতাওয়ের হেড দারুণভাবে সেভ করেন গোলরক্ষক পাওলো গাজ্জানিগা। ৩২ মিনিটে সামনে থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন এমবাপে, কিন্তু বল হাত ছুঁয়ে যাওয়ায় ভিএআর দেখে বাতিল করে দেওয়া হয়।

কয়েক মুহূর্ত পরেই আসে ধাক্কা। বক্সের ঠিক বাইরে থেকে দারুণ শটে রিয়ালের জাল কাঁপান মরক্কোর উনাহি, ম্যাচে এগিয়ে যায় জিরোনা। শীর্ষ লিগে উঠে আসার পর ২০১৭ থেকে নিজেদের মাঠে রিয়ালকে দু’বার হারিয়েছে গিরোনা। আবারও তাদের বিরুদ্ধে তা করতে পারে- এমন আভাসই দিচ্ছিল মাঠের খেলা। পিছিয়ে পড়ার পর কোর্তোয়া অসাধারণ সেভে ভানাতের শট ঠেকিয়ে দেন, নাহলে ব্যবধান আরও বাড়তে পারত।

দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুসের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। পরে বক্সে অদক্ষ ট্যাকলে তাকে ফেলে দেন হুগো রিনকন, রেফারি তৎক্ষণাৎ পেনাল্টি দেন। জোরালো শটে নিচের বাঁ দিক দিয়ে বল জালে পাঠান এমবাপে, তা তার লা লিগায় ১৪তম গোল।

শেষ মুহূর্তে ভিনিসিয়ুসের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়, আর এমবাপে ইনজুরি টাইমে আরেকটি দুর্দান্ত শট মারেন যা পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। ফলে তিন পয়েন্ট পাওয়া হয়নি রিয়ালের

Leave A Reply

Exit mobile version