সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সালাহউউদ্দিন আহমদ বলেন, ‘প্রধান উপদেষ্টা যে সমস্ত প্রস্তাব উত্থাপন করেছেন তার ভাষণে, মোদ্দা কথায় বলতে গেলে জুলাই জাতীয় সনদের, স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন। কারণ সে সনদের স্বাক্ষরকারীদের তিনি একজন, ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে এবং অন্যান্য সদস্যবৃন্দ সবাই। যারা রাজনৈতিক দলসমূহ (নেতা) স্বাক্ষর করেছেন, সবাই।’তিনি বলেন, ‘স্বাক্ষরিত জুলাই সনদের প্রাধান্যকে তিনি এখানে উল্লেখ করেছেন যেমন রাজনৈতিক দলসমূহ স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়েছে। অথচ সে মূল দলিল থেকে তিনি বহু দূরে সরে গিয়েছেন এবং এখানে বলছেন যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ণ আদেশ-২০২৫ অনুমোদন করেছেন। এই আদেশ সম্পর্কে একটু আগে বলেছি। ’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘দুই. সনদের সংবিধান সংস্কারবিষয়ক প্রস্তাবনার ওপরে গণভোট অনুষ্ঠান, এইটুকু ঠিক আছে। গণভোট বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনে সিদ্ধান্ত হয়েছে, ঐকমত্য হয়েছে যে এই জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে তার জন্য একটা গণসম্মতি নেওয়ার প্রয়োজন । পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত , তিনি আজকে নতুনভাবে আরোপ করলেন। কারণ সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো আলোচনা ঐকমত্য কমিশনে আলোচনা হয় নাই। এটা এজেন্ডায় ছিল না, আলোচনা বা ঐকমত্য হওয়ার তো প্রশ্নই আসে না। ’

Leave A Reply

Exit mobile version