সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বাধীন অংশ। সেইসঙ্গে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে রংপুর বিভাগের ৩৩টি আসনে প্রার্থী চূড়ান্ত করার জন্য শীর্ষ নেতাদের নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। এজন্য রংপুরের শীর্ষ নেতাদের ঢাকায় ডেকে নেওয়া হয়েছে। তাদের নির্বাচনের জন্য সব প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি নতুন প্রার্থী দেওয়াসহ বেশ কিছু ‘চমক আছে’ বললেন নেতারা।

রবিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন জাতীয় পার্টির জি এম কাদেরের অংশের একজন কো-চেয়ারম্যান ও তিন জন প্রেসিডিয়াম সদস্য। তারা জানিয়েছেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ এবং সারা দেশে সাংগঠনিক কর্মসূচি বিস্তার নিয়ে আলোচনা করছেন কেন্দ্রীয় নেতারা। সেইসঙ্গে সবকটি আসনে প্রার্থী চূড়ান্ত করার নির্দেশনা দিয়েছেন।

তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত তিন দিন ধরে ঢাকায় অবস্থান করছেন রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির শীর্ষ নেতারা। এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে শনিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির নেতারা। দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বিএনপি নেতাদের সঙ্গে দেখা করে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। পাশাপাশি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বিএনপি ও সরকারের বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ রাখছেন।
তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত তিন দিন ধরে ঢাকায় অবস্থান করছেন রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির শীর্ষ নেতারা। এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে শনিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির নেতারা। দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বিএনপি নেতাদের সঙ্গে দেখা করে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। পাশাপাশি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বিএনপি ও সরকারের বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ রাখছেন।

Leave A Reply

Exit mobile version