সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনকে ঘিরে পাঁচ দিন আগে থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে তৎপর থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুর আড়াইটার দিকে পটুয়াখালী সার্কিট হাউসের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।

নির্বাচনের আগে বিশেষ কোনো অভিযান পরিচালনা করা হবে কিনা— এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনে মোট ৯ দিনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। নির্বাচনের আগে পাঁচ দিন, ভোটের দিন এবং পরবর্তী তিন দিন তারা মাঠে দায়িত্ব পালন করবে। ইলেকশনের আগের পাঁচ দিন বৃহত্তর কার্যক্রম চলবে।”

তিনি জানান, বর্তমানে ৩০ হাজার সেনাসদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। নির্বাচনের সময় এই সংখ্যা বৃদ্ধি পেয়ে এক লাখে পৌঁছাবে। পাশাপাশি থাকবেন প্রায় এক লাখ ৫০ হাজার পুলিশ সদস্য, ৩৫ হাজার বিজিবি, ৫ হাজার নৌবাহিনী, ৪ হাজার কোস্টগার্ড, ৮ হাজার র‌্যাব এবং প্রায় সাড়ে ৫ লাখ আনসার সদস্য। নিরাপত্তা বিষয়ে কোনো শঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, “নির্বাচন খুবই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।”
পরে স্বরাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী পুলিশ লাইন্স ও কোস্টগার্ড স্টেশন পরিদর্শন করেন। এরপর তিনি কুয়াকাটায় নৌপুলিশ ও ট্যুরিস্ট পুলিশ ক্যাম্প পরিদর্শন ও রাত্রিযাপন শেষে রোববার সকালে বরিশাল হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

Leave A Reply

Exit mobile version