বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার গুলশানে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয় বলে জানা গেছে।
সাক্ষাৎটি সৌজন্য ও কূটনৈতিক শিষ্টাচারের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বিএনপি ও পাকিস্তান হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Leave A Reply

Exit mobile version