সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

১৭ নভেম্বর ২০২৫ সোমবার বিকেল পৌণে পাঁচটায় গাজীপুর সদরের হারিনাল বাজার থেকে একজন পথচারী কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, সেখানে মহিষভর্তি দুইটি ট্রাক থেকে ড্রাইভারদের মারধর করে নামিয়ে দিয়ে ডাকাতরা ট্রাক দুইটি চালিয়ে নিয়ে গেছে। মারধরের শিকার ড্রাইভার দুইজন এখন তার সামনে কান্নাকাটি করছে।
৯৯৯ কলটেকার কনস্টেবল মোঃ আকবর হোসেন কলটি গ্রহণ করেছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে গাজীপুর সদর থানায় বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান। বিষয়টি তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই মোঃ আব্দুল বারী।

সংবাদ পেয়ে গাজীপুর সদর থানার একটি টহলদল দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক কিমি. ধাও্য়া করে গাজীপুর সদরের মানবকল্যাণ যুবসংঘের সামনে থেকে ট্রাক দুইটিকে আটক করতে সক্ষম হয়। এসময় একজন ডাকাতকে গ্রেফতার করা হয়, বাকীরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত হলো গাজীপুর সদরের অধিবাসী শামীম আহমেদ (৩২) ওরফে মুরগী শামীম ওরফে গোল্ডেন শামীম। জানা যায়, মহিষবোঝাই ট্রাক দুইটি সিলেট থেকে রাজশাহী যাচ্ছিল, পথিমধ্যে গাজীপুরে ডাকাতির শিকার হয়। এ সংক্রান্তে ট্রাকের ড্রাইভার লোকমান হোসেন বাদী হয়ে গাজীপুর সদর থানায় একটি মামলা রুজু করেন। বাকী ডাকাতদের গ্রেফতারে প্রচেষ্টা অব্যহত রয়েছে।
পুলিশ টহলটিমের নেতৃত্ব দেয়া এসআই মিজানুর রহমান ৯৯৯ কে বিষয়টি নিশ্চিত করেন।

Leave A Reply

Exit mobile version