বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের অবস্থিত হাদির কবর জিয়ারত করেন তিনি।
এসময় তার সঙ্গে ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সরেজমিন গিয়ে দেখা যায়, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, বিজিবিসহ কয়েকটি রাষ্ট্রীয় সংস্থার সদস্যদের ব্যাপক উপস্থিতি রয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথমে শহীদ হাদির কবর জিয়ারত করতে আসবেন তারেক রহমান। এরপর নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রমে অংশ নেবেন। পরে এভারকেয়ার হাসপাতালে যাবেন।

Leave A Reply

Exit mobile version