আগামী ২৪ ডিসেম্বর থেকে চট্টগ্রামের হালিশহর সুন্দর পাড়ায় তিনদিন ব্যাপী যুগঅবতার শ্রী শ্রী লোকনাথ বাবার বার্ষিক উৎসব অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠান সূচীতে রয়েছে, সুন্দর পাড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ ও লোকনাথ বাবা সেবা মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে ত্রিকালদর্শী মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার বিগ্রহ প্রতিষ্টার ২৩ তম বার্ষিকী উপলক্ষে ২৪ ডিসেম্বর বুধবার সাংস্কৃতিক অনুষ্ঠান ও পাল্টা কীর্তন। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার গীতা পাঠ,প্রদীপ প্রজ্জলন,প্রতিমা প্রদর্শন ও মহা নামযজ্ঞের শুভাঅধিবাস, ২৬ ডিসেম্বর শুক্রবার উষা লগ্ন হতে অষ্ট প্রহর ব্যাপী হরিনাম যজ্ঞ অনুষ্টিত হবে।
এ উপলক্ষে এক প্রস্তুতিসভা সম্প্রতি মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সভায় মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী নির্মল চন্দ্র দাশ সকল ভক্তবৃন্দের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করছেন।
বার্তা প্রেরক
শিবুকান্তি দাশ

