বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বলিউডে তাঁর প্রায় চার দশকের জার্নি। কথা হচ্ছে বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের। এতগুলো বছরে ইন্ডাস্ট্রিকে তিনি উপহার দিয়েছেন অজস্র ভালো ভালো ছবি। কিন্তু এহেন বর্ষীয়ান অভিনেতার ছাত্রাবস্থা কেমন কাটতো? এবার তা নিয়েই সম্প্রতি এক পডকাস্টে মুখ খোলেন তিনি। সেইসময় ন্যাশনাল স্কুল অফ ড্রামার ছাত্র অনুপম খের। তিনি নাকি একবার কৌতূহলের বশে গাঁজা ও ভাঙ সেবন করেছিলেন। আর তারপরই তাঁর নাকি মনে হয়েছিল সারা রাস্তাটা তাঁর সঙ্গে ছুটছে। তিনি প্রতিজ্ঞা করেন যে, আর কখনও কোনও নেশাদ্রব্য সেবন করবেন না। মজাচ্ছলে ছাত্রজীবনের এমন এক ঘটনা সকলের সঙ্গে ভাগ করে নিলেও তিনি যে নেশাদ্রব্য সেবন থেকে বিরত থাকার বার্তা দিয়েছেন তা ভালোভাবে স্পষ্ট।

জীবনের এই অভিজ্ঞতা ভাগ করে নিয়ে ঠিক কী বলেন বর্ষীয়ান অভিনেতা? তিনি বলেন, “গাঁজায় দু’টো টান দেওয়ার পরই আমার মনে হয়েছিল আমি যেন আকাশে উড়ছি। মনে হচ্ছিল আমি বিমানে বসে রয়েছি। সবকিছু আমার সঙ্গে উড়ছে, কখনও মনে হচ্ছিল সবকিছু আমার সঙ্গে দৌড়াচ্ছে। রাস্তাটাও আমার সঙ্গে দৌড়াচ্ছে মনে হচ্ছিল। চোখ ছোট হয়ে আসছিল আমার। সে এক ভয়ংকর অভিজ্ঞতা।”
অনুপম আরও এক অভিজ্ঞতার কথা স্বীকার করেন যা আরও ভয়ংকর। বলেন, “নেশার চোটে আমরা ছাত্ররা ন্যাশনাল স্কুল ড্রামার ছাদে দাঁড়িয়ে ওয়ার্ডেনকেও ধমকেছি। তারপর আমার হঠাৎই অনুভূতি হয় যেন আমি এক্ষুনি মরে যাব। আমি বেদম কান্নাকাটি শুরু করি। আমার বন্ধুরা আমাকে সামলাতে রীতিমতো হিমশিম খায়। আমি তারপর থেকেই প্রতিজ্ঞা করি যে এই শেষ। আমি আর এরপর কোনওদিন কোনও নেশাদ্রব্য সেবন করব না।”

Leave A Reply

Exit mobile version