উত্তরের হিমালয় ঘেঁষা জেলা লালমনিরহাটে নেমেছে শীতের আগমনী বার্তা। হঠাৎ করেই ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে পুরো অঞ্চল। ভোর রাত থেকেই বইছে ঠান্ডা হাওয়া। এর মধ্যেই আজ ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হওয়ায় শীতের উপস্থিতি আরও প্রকট হয়েছে। ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত যেন বৃষ্টির মতোই পড়ছে শীত।
সোমবার ভোরে সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম’সব জায়গায় কুয়াশার ঘনত্ব ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। রাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় পুরো জেলায় তৈরি হয় একেবারে শীতের আগমনী পরিবেশ।
দৃষ্টিসীমা কমে যাওয়ায় দিনের বেলাতেও সড়কে চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। এতে ভোরে কাজে বের হওয়া দিনমজুর, কৃষক ও শ্রমজীবী মানুষেরা পড়ছেন অতিরিক্ত বিড়ম্বনায়।
হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকার রিকশাচালক সামসুল আলম বলেন, ‘কয়েকদিন ধরে এমন কুয়াশা পড়ছে যে রিকশা চালালেই পুরো গা ভিজে যায়। কাজকর্মও কমে গেছে। খুব কষ্টে দিন চলছে।
এক পথচারী সুমন খান বলেন, সকালে রংপুরের উদ্দেশ্যে বের হয়েছিলাম। কুয়াশার জন্য গাড়ি পাওয়া যাচ্ছে না। চালকদেরও রাস্তা বুঝতে খুব কষ্ট হচ্ছে।
ঢাকায় যাত্রা করছিলেন রোজিনা বাসের ড্রাইভার, মহাসড়কে কুয়াশার কারণে গাড়ি ছাড়া আমাদের জন্য অনেক কষ্ট হয়েছে। কুয়াশার কারণে ঠিকভাবে গাড়ি চালানো সম্ভব হচ্ছে না, তাই গন্তব্যে পৌঁছতে অনেক সময় লাগছে।
কুড়িগ্রাম আবহাওয়া অফিস জানায়, ‘আজ সকালে তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।’

