ক্ষমতায় গেলে ২০২৪ সালের জুলাই গণ-আন্দোলনের যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই যোদ্ধাদের মধ্যে অনিশ্চয়তা ও শঙ্কা রয়েছে যে অন্তর্বর্তী সরকারের পর নতুন সরকার এলে তাদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এলে এই যোদ্ধাদের নিরাপত্তার পূর্ণ দায়িত্ব নেবে। চব্বিশের জুলাই যোদ্ধা যারা আছে, তাদের অনেকের মধ্যেই শঙ্কা আছে এই অন্তর্বর্তী সরকারের পরে নতুন সরকার আসলে তাদের নিরাপত্তার কী ব্যবস্থা হবে। আমি খুব পরিষ্কার করে, দৃঢ়তার সঙ্গে বলতে চাই জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়ে এলে জুলাই যোদ্ধা সবাইকে আমরা নিরাপত্তা দেব।’
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এই আন্দোলনের সঙ্গে যুক্তদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।
আসন্ন জাতীয় নির্বাচনকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আগামী নির্বাচন সেই নির্বাচন যেখানে সিদ্ধান্ত হবে আমরা একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব, নাকি একটি পশ্চাৎপদ রাষ্ট্রের দিকে ফিরে যাব।’
তিনি জনগণকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই নির্বাচনই ঠিক করে দেবে দেশ সামনে এগোবে নাকি পিছিয়ে যাবে।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আজ আবার নতুন করে বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে নস্যাৎ করার চেষ্টা করছে। এসব শক্তি মানুষের আশা-আকাঙ্ক্ষা ধ্বংস করতে চায় এবং দেশে গণতান্ত্রিক উত্তরণ ব্যাহত করতে চক্রান্তে লিপ্ত রয়েছে বলেও জানান তিনি।

