ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের অ্যাকসিডেন্ট ইমার্জেন্সি ইউনিটে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এর আগে সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করে। তার এক ঘণ্টার মধ্যেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে। দুপুর আড়াইটার দিকে বক্স কালভার্ট এলাকার সামনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

