আজ রোববার (৭ ডিসেম্বর) থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হচ্ছে বার্ষিক পরীক্ষা। হঠাৎ শিক্ষক নেতাদের বদলির আদেশের পরও শিক্ষার্থীদের ক্ষতির কথা বিবেচনা করে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেন শিক্ষকরা।
শনিবার (৬ ডিসেম্বর) শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এবং বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের এক যৌথ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোমলমতি শিক্ষার্থীদের স্বার্থে এবং মানবিকতার জায়গা থেকে বার্ষিক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কর্মবিরতি স্থগিত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আজ থেকে সব শ্রেণিতে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে। আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচির বিষয়ে পরে ঘোষণা দেওয়া হবে।
এর আগে ৩ ডিসেম্বর থেকে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে অংশ নেন সহকারী শিক্ষকরা। তাদের দাবি ছিল—অর্থ মন্ত্রণালয়ের ১০ নভেম্বরের ঘোষণায় বেতন স্কেল সংক্রান্ত প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন।

