জাপানের উত্তর উপকূলে ৭ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
সোমবার জাপানের আবহাওয়া সংস্থার বরাতে এ তথ্য জানায় এপি নিউজ।
জাপানের আবহাওয়া সংস্থা জানায়, সোমবার জাপানের হোক্কাইডো উপকূলের আওমোরির কাছে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ২। এর উৎপত্তিস্থল ভূপৃষ্ট থেকে ৫০ কিমি গভীরে।
শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানার পর অন্তত ১০ ফুট উঁচু সুনামি সর্তকতা জারি করা হয়েছে।
ভূমিকম্পের পর ওই অঞ্চলে থাকা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর নিরাপত্তা পরীক্ষা করছে কর্তৃপক্ষ।

